Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

১০নং ভূলইন দক্ষিণে ২টি খাল রয়েছে ।যথা:-

     ১। খিড় নদী খাল।

     ২।নতুন ডাকাতিয়া খিড় নদী খাল।

 

১। খিড় নদী খাল:

                      খিড় নদী খালটির উপত্তি স্থল দক্ষিণ দূর্গাপুর আমুয়া হাজতখোলা হয়ে পুরাতন ডাকাতিয়া নদীর মোহনার সাথে মিলিতি হয়েছে। যা ২.৫ কিলোমিটার হবে। বষার মৌসুম আসলে খাল গুলো কানায় কানায় বরে উঠে। খালের আশে পাশের জমি গুলোতে কৃষকেরা তখন ফসল ফলানো অনেক কষ্ট কর হয়ে পড়ে। গ্রীষ্মকালে খাল শুকিয়ে যায়।

 

২। নতুন ডাকাতিয়া খিড় নদী খাল:

                                        নতুর ডাকাতিয়া খিড় নদী খালটির উপত্তি ছোটতুলা, জামিরা, পরতী হয়ে পরতী মদিনা বাদ নতুন ডাকাতিয়ার সাথে মিলিত হয়েছে যা ১.৫০ কিলোমিটার হবে। বষার মৌসুম আসলে খাল গুলো কানায় কানায় বরে উঠে। খালের আশে পাশের জমি গুলোবর্ষার পানিতে প্লাবিত হয়ে কৃষকের ফসল নষ্ট করে যার কারনে কৃষকেরা তখন ফসল ফলানো অনেক কষ্ট কর হয়ে পড়ে। গ্রীষ্মকালে খাল শুকিয়ে যায়।