বিটাক ও এটুআই-এর যৌথ উদ্যোগে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেকার নারী-পুরুষদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কার্যক্রম।
রূপকল্প ২০২১ বাস্তবায়নের অন্যতম বিষয় ছিল দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি। সবার জন্য যথোপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতকরন ও মাথাপিছু রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে এটুআই প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ‘কর্মসংস্থানের জন্য দক্ষতা’। ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা ২০১১’ ও ‘জাতীয় যুব নীতিমালা ২০১৭’ এর আলোকে এটুআই প্রোগ্রামের তরফ থেকে নানাবিধ দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর অন্যতম।
লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেকার নারী-পুরুষদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর সাথে গত ২৪ এপ্রিল ২০১৮ এটুআই প্রোগ্রামের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, এটুআই প্রোগ্রাম ও বিটাক যৌথভাবে মহিলাদের জন্য ৩মাস ব্যাপী ৯টি ট্রেডে এবং পুরুষদের জন্য ২মাস ব্যাপী ৩টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছে। বিটাকের ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা ও বগুড়া কেন্দ্রে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। মেয়েদের প্রশিক্ষণ শুধুমাত্র ঢাকা কেন্দ্রে প্রদান করা হয়। এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১। ট্রেডঃ
ক্রমিক নং |
ট্রেডের নাম |
যাদের জন্য প্রযোজ্য |
মেয়াদ |
০১ |
লাইট মেশিনারিজ |
মহিলা |
৩ মাস |
০২ |
ইলেকট্রনিক্স |
মহিলা |
৩ মাস |
০৩ |
ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স |
মহিলা |
৩ মাস |
০৪ |
অটোক্যাড |
মহিলা |
৩ মাস |
০৫ |
রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং |
মহিলা |
৩ মাস |
০৬ |
হাউজ হোল্ড এ্যাপ্লায়েন্স |
মহিলা |
৩ মাস |
০৭ |
কার্পেন্ট্রি |
মহিলা |
৩ মাস |
০৮ |
প্লাষ্টিক প্রসেসিং (জেনারেল) |
মহিলা |
৩ মাস |
০৯ |
প্লাষ্টিক প্রসেসিং (কাষ্টমাইজড্) |
মহিলা |
৩ মাস |
১০ |
ওয়েল্ডিং |
পুরুষ |
২ মাস |
১১ |
ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স |
পুরুষ |
২ মাস |
১২ |
রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং |
পুরুষ |
২ মাস |
২। প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতাঃ
উপরোক্ত কোর্সসমূহ নূন্যতম ৮ম শ্রেণী পর্যন্ত যাদের লেখাপড়া আছে তাদের জন্য উপযোগী। ক্ষেত্রবিশেষ মেধাবী অথচ লেখাপড়া করার জন্য সুযোগ পায়নি তাদেরকেও শিক্ষাগত যোগ্যতা কম-বেশী হলেও বিবেচনায় নেওয়া হবে।
৩। যে সকল প্রার্থীদের বিবেচনায় আনা হয়ঃ
৪। প্রশিক্ষণের সুযোগ-সুবিধাসমূহঃ
৫। আবেদনের নিয়মাবলীঃ
৬। কোর্স বিশ্লেষণঃ
বিঃদ্রঃ- প্রশিক্ষণ শুরু হওয়ার একদিন আগে অত্র কেন্দ্রে রিপোর্ট করতে হবে এবং প্রশিক্ষণ শেষ হওয়ার সর্ব্বোচ্চ একদিনের মধ্যে অত্র কেন্দ্র ত্যাগ করতে হবে।
৭। বিটাক-এর ট্রেনিং সেন্টারসমূহ
তেজগাঁও শিল্প এলাকা
তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
সাগরিকা রোড, পাহাড়তলী
পোঃ কাষ্টম একাডেমী
কুমিল্লা রোড
ডাক বাক্স নং-১০
প্লট নং-আর ১-৪
কেডিএ শিল্প এলাকা
পোঃ শিরোমনি, খুলনা-৯২০৪
প্রয়োজনে যোগাযোগ ঃ
Sarah Alam
Digital Access Team (Digital Center Management)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস