Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
For the skill development program of 2 months, 300 participants (male entrepreneurs) are required
Details

বিটাক ও এটুআই-এর যৌথ উদ্যোগে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেকার নারী-পুরুষদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থা কার্যক্রম।

রূপকল্প ২০২১ বাস্তবায়নের অন্যতম বিষয় ছিল দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি। সবার জন্য যথোপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতকরন ও মাথাপিছু রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে এটুআই প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ‘কর্মসংস্থানের জন্য দক্ষতা’। ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা ২০১১’ ও ‘জাতীয় যুব নীতিমালা ২০১৭’ এর আলোকে এটুআই প্রোগ্রামের তরফ থেকে নানাবিধ দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর অন্যতম।

লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেকার নারী-পুরুষদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর সাথে গত ২৪ এপ্রিল ২০১৮ এটুআই প্রোগ্রামের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, এটুআই প্রোগ্রাম ও বিটাক যৌথভাবে মহিলাদের জন্য ৩মাস ব্যাপী ৯টি ট্রেডে এবং পুরুষদের জন্য ২মাস ব্যাপী ৩টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছে। বিটাকের ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা ও বগুড়া কেন্দ্রে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। মেয়েদের প্রশিক্ষণ শুধুমাত্র ঢাকা কেন্দ্রে প্রদান করা হয়। এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

১। ট্রেডঃ

ক্রমিক নং

ট্রেডের নাম

যাদের জন্য প্রযোজ্য

মেয়াদ

০১

লাইট মেশিনারিজ

মহিলা

৩ মাস

০২

ইলেকট্রনিক্স

মহিলা

৩ মাস

০৩

ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স

মহিলা

৩ মাস

০৪

অটোক্যাড

মহিলা

৩ মাস

০৫

রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং

মহিলা

৩ মাস

০৬

হাউজ হোল্ড এ্যাপ্লায়েন্স

মহিলা

৩ মাস

০৭

কার্পেন্ট্রি

মহিলা

৩ মাস

০৮

প্লাষ্টিক প্রসেসিং (জেনারেল)

মহিলা

৩ মাস

০৯

প্লাষ্টিক প্রসেসিং (কাষ্টমাইজড্)

মহিলা

৩ মাস

১০

ওয়েল্ডিং

পুরুষ

২ মাস

১১

ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স

পুরুষ

২ মাস

১২

রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং

পুরুষ

২ মাস

 

২। প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতাঃ

উপরোক্ত কোর্সসমূহ নূন্যতম ৮ম শ্রেণী পর্যন্ত যাদের লেখাপড়া আছে তাদের জন্য উপযোগী। ক্ষেত্রবিশেষ মেধাবী অথচ লেখাপড়া করার জন্য সুযোগ পায়নি তাদেরকেও শিক্ষাগত যোগ্যতা কম-বেশী হলেও বিবেচনায় নেওয়া হবে।

৩। যে সকল প্রার্থীদের বিবেচনায় আনা হয়ঃ

  • সমাজের অসহায়, দারিদ্র ও মেধাবী পুরুষ/মহিলা।
  • যারা শিল্প প্রতিষ্ঠানে চাকুরী করতে ইচ্ছুক।
  • যাদের বয়স ১৮ হতে ৩০ বছর।
  • মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রাধিকার দেওয়া হয়।
  • বিধবা/তালাক প্রাপ্ত মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়।

৪। প্রশিক্ষণের সুযোগ-সুবিধাসমূহঃ

  • প্রশিক্ষণ ফি, প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়া ও যাতায়াত ভাতা ইত্যাদি সরকার কর্তৃক বহন করা হবে।
  • আবাসনের সম্পূর্ণ সুযোগ রয়েছে। আবাসনের ব্যবস্থা গ্রহণ সকলের জন্য বাধ্যতামূলক।
  • প্রশিক্ষণ শেষে (শেষ সপ্তাহে জব ফেয়ারের মাধ্যমে) বিভিন্ন শিল্প করাখানায় চাকুরীর ব্যবস্থা করা হবে

৫। আবেদনের নিয়মাবলীঃ

  • অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানাঃ-
  •   >> লগইন ও নিবন্ধন >> ব্যক্তি নিবন্ধন >> বিটাক নিবন্ধন >> ফরম ফিলাপ
  • যারা চলতি ব্যাচের জন্য মনোনীত হবেন তাদেরকে SMS ও ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে।

৬। কোর্স বিশ্লেষণঃ

  • কোর্সের মেয়াদ (মেয়েদের জন্য ৩ মাস)
    • তাত্ত্বিক          ৬০ ঘন্টা
    • ব্যবহারিক       ২২৮ ঘন্টা
    • সাইট ভিজিট    ১ দিন
    • ওরিয়েন্টেশন    ১ দিন

বিঃদ্রঃ- প্রশিক্ষণ শুরু হওয়ার একদিন আগে অত্র কেন্দ্রে রিপোর্ট করতে হবে এবং প্রশিক্ষণ শেষ হওয়ার সর্ব্বোচ্চ একদিনের মধ্যে অত্র কেন্দ্র ত্যাগ করতে হবে।

  • কোর্সের মেয়াদ (ছেলেদের জন্য ২ মাস)
    • তাত্ত্বিক          ৪০ ঘন্টা
    • ব্যবহারিক       ১৫০ ঘন্টা
    • ওরিয়েন্টেশন    ১ দিন

৭। বিটাক-এর ট্রেনিং সেন্টারসমূহ

  • প্রধান কার্যালয়ঃ

তেজগাঁও শিল্প এলাকা

  •  
  • , ৮৮৭০২৬৬
  • ঢাকা আঞ্চলিক কার্যালয় (মেয়েদের প্রশিক্ষণ কেন্দ্র)

তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

  • , ৮৮৭০২৬৬
  • চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় (ছেলেদের প্রশিক্ষণ কেন্দ্র)

সাগরিকা রোড, পাহাড়তলী

পোঃ কাষ্টম একাডেমী

  •  
  • , ৭৮৬০৫০
  • চাঁদপুর আঞ্চলিক কার্যালয় (ছেলেদের প্রশিক্ষণ কেন্দ্র)

কুমিল্লা রোড

ডাক বাক্স নং-১০

  •  
  • , ৬৩০৬০
  • খুলনা আঞ্চলিক কার্যালয় (ছেলেদের প্রশিক্ষণ কেন্দ্র)

প্লট নং-আর ১-৪

কেডিএ শিল্প এলাকা

পোঃ শিরোমনি, খুলনা-৯২০৪

  • , ৭৮৬০৫০
  • বগুড়া আঞ্চলিক কার্যালয় (ছেলেদের প্রশিক্ষণ কেন্দ্র)
  • , কারবালা
  •  
  •  

 

প্রয়োজনে যোগাযোগ ঃ

  •  
                  Young Professionals (YP)
                  Skills for Employment Team
                  Contact:-  +8801911438929, Email:- habibdu.u@gmail.com
 
ধন্যবাদান্তে,
 

Sarah Alam

Digital Access Team (Digital Center Management) 

Images
Attachments
Publish Date
04/11/2018
Archieve Date
30/06/2019